ভবিষ্যৎ পরিকল্পনাঃ
1। ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল উপজেলার হাজা মজা পুকুর খাল, বিল পুনঃ খনন কাজের মাধ্যমে মাছ চাষের আওতায় আনা এবং
2। দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় মাছের অভয়াশ্রম এর মাধ্যমে রক্ষা করা।
3।ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাছ চাষের রোল মডেল হিসেবে তৈরী করা।
4। বেকার, দুঃস্থ ও কর্মহীন মানুষকে মাছ চাষের আওতায় এনে আত্ম কর্মসংস্থান সৃষ্টি করা।
5। রপ্তানীযোগ্য মাছের প্রজাতিকে চাষের আওতায় এনে রপ্তানী যোগ্যকরে তোলা।
6। গুণগত মান সম্পন্ন মৎস্যপন্য ভোক্তার নিকট পৌঁছে দেওয়া।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস